এক নজরে পোমরা ইউনিয়ন
ক) নাম –৬নং পোমরা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –
গ) লোকসংখ্যা – ৩২০৪৫ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা –০৯ টি।
ঙ) মৌজার সংখ্যা –০৩ টি।
১। সরসিং মৌজা
২। পোমরা মৌজা
৩। জঙ্গঁল পোমরা মৌজা
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
১। পোমরা গোচরা বাজার
২। পোমরা শানিতার হাট
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –সিএনজি।
জ) শিক্ষার হার –৮০%
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়- ৪টি,
দাখিল মাদ্রাসা - ২টি
কলেজ-১টি
সরকারী এম পি উ ভুক্ত দাখিল মাদ্রাসা- ১টি। ফোরকানীয়া মাদ্রাসা-০৯টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলহাজ্ব ফজলুল কবীর (গিয়াসু)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৮ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –সরফভাটা বড়খোলা পাড়া
ঠ) ইউপি ভবন–বাস্তবায়নাধীন।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –২৮/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ –২৯/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ –২৮/০৮/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
ওয়ার্ড ভিত্তিক গ্রামের নাম।
১নং ওয়ার্ড-হাজী পাড়া,শাল পাড়া,সওদাগর পাড়া,সিকদার পাড়া,আউলিয়ার পাড়া,দাশ পাড়া,নুচ্ছার পাড়া,বেপারী পাড়া,কমকার পাড়া।
২নং ওয়ার্ড- ছাইনী পাড়া,মহতী পাড়া,বুলবুলি পাড়া,বেপারী পাড়া।
৩নং ওয়ার্ড-হিলাগাজী পাড়া,হাজারীখীল,মাইজ পাড়া,মুল্লিকার পাড়া,কর্মকার পাড়া।
৪নং ওয়ার্ড-রোশাই পাড়া,আছুয়া পাড়া,মধুরাম পাড়া,সিরাজী পাড়া
৫নং ওয়ার্ড-নবাবী পাড়া,খতিব পাড়া,জঙ্গল পোমরা,
৬নং ওয়ার্ড-সাপলেজা পাড়া,ভোলার বাপের বাড়ী,তিতাগাজী পাড়া,বড়ুয়া পাড়া,তালুকদার পাড়া,শান্তির হাট,
৭নং ওয়ার্ড-কাজী পাড়া,মতোয়াল্লী পাড়া,রস্কর পাড়া,অলিয়ার পাড়া,দক্ষিণ পোমরা,
৮নং ওয়ার্ড-মহত্তরখীল,মাষ্টার টিলা,লোহারপুল,গিরিস ফকির বাড়ী,দয়ারমার বাড়ী,আজিমনগর,
৯নং ওয়ার্ড-হাজী পাড়া,মাইজ পাড়া,উত্তর নোয়াগাও।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –৯ জন।
৪) ইউনিয়ন ইউ ডি সি কর্মকর্তা-২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস